gramerkagoj
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫ ৭ চৈত্র ১৪৩১
gramerkagoj
নারী ক্রিকেট দল ঘোষণা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০৪:৩৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-03-13_67d2b622475fe.jpg

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ মিস করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। সরাসরি না পারলেও এ বছর ভারতে হতে যাওয়া বিশ্বকাপে খেলার সুযোগ এখনো রয়েছে। এ জন্য বিশ্বকাপ বাছাই পর্বের শীর্ষ দু’দলের একটি হতে হবে। বিশ্বকাপে সুযোগ পাওয়ার লক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজক পাকিস্তান। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল টুর্নামেন্টটি হবে। বাছাই পর্বে অংশ নিতে ৩ এপ্রিল লাহোরের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল । বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান ছাড়া বাকি চার দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইপ র্বের শীর্ষ দুই দলসহ মোট আট দল নিয়ে ভারতে ১৩ তম নারী বিশ্বকাপের আসর বসবে।
বাংলাদেশ দল :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহঅধিনায়ক), ইসমত তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খাতুন, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মণি।

আরও খবর

🔝