শিরোনাম |
মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে চট্টগ্রামের সাতকানিয়া কেরানিহাট নিউমার্কেটে পাঁচ দোকানিকে ৯৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
এ সময় আম্মাজান পাঞ্জাবি বিতানকে ২৫ হাজার, রিমেক্স-৬৯ কে ১৫ হাজার, শৈল্পিককে ১ হাজার, আরটিক্সকে ৫ হাজার, সু-বাজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস পূর্বকোণকে বলেন, সাতকানিয়া কেরানীহাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন করতে না পারা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ৫ দোকানিকে ৯৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়েছে।