gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
আগামীকাল বেইজিংয়ে চীন-ইরান-রাশিয়ার বৈঠক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ , ২০২৫, ০৯:৪১:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-03-13_67d2540392296.jpg

আগামীকাল শুক্রবার তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রাশিয়া ও ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ ঘোষণা দেন। খবর রয়টার্স ও সিনহুয়ার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যুতে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন- চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ সের্গেই আলেক্সিভিচ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।
মুখপাত্র আরো জানিয়েছেন, তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং পারস্পরিক স্বার্থের অন্য বিষয় নিয়ে আলোচনা করবে।
সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় একটি যৌথ নৌ মহড়াও করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো গভীর হয়েছে, জানুয়ারিতে একটি কৌশলগত সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে দু'দেশের মধ্যে। উভয়েরই চীনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে।

আরও খবর

🔝