gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১১:৪৩:০০ পিএম
নড়াইল অফিস:
GK_2025-03-12_67d1c7f0354dd.jpg

নড়াইলের কালিয়া উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকরাম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে আটটার দিকে উপজেলার চর জয়নগর গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকরাম শেখ চর শুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হেকমত শেখের ছেলে আকরাম শেখ তফসিরের দোকানে চা খেতে গেলে আনসার জমাদার গ্রুপের লোকজন আকরাম শেখের ওপর অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

🔝