gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
তৃতীয় বার আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ০৭:৫৭:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-03-12_67d193f1c99d6.jpg

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। বুধবার পুরুষ ক্যাটাগরিতে তার নাম ঘোষণা করেছে আইসিসি। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি এবং তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে এ পুরস্কার জিতেছেন গিল।
এই নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন গিল। ভারতীয় ডানহাতি ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ।
ফেব্রুয়ারি মাসে ১০১.৫০ গড়ে মোট ৪০৬ রান করেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার রান যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের অপরাজিত খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী তারকা।
গিল বলেন, ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি আনন্দিত। ব্যাট হাতে পারফর্ম করা এবং দেশের হয়ে ম্যাচ জেতানোর চেয়ে বেশি অনুপ্রেরণা আর কিছুই আমাকে দেয় না।
ভারতীয় তারকা আরও বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ফর্ম ধরে রাখা আমার জন্য কুবই কঠিন ছিল এবং আমি আনন্দিত যে আমি এর থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পেরেছি।

আরও খবর

🔝