gramerkagoj
সোমবার ● ৭ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম জ্বালানী তেল পরিবেশক সমিতি যশোরের সাধারণ সভা ও কমিটি গঠন যশোরে পবিত্র আশুরা স্মরণে শহরে শোক র‌্যালী ও আলোচনা অনুষ্টিত মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক ৪ শার্শায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী আটক যশোরে কৃষকদল নেতা তরিকুল হত্যায় আরও দুইজন আটক বাঘারপাড়ার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা জুলফিকার আলীর মৃত্যু অর্ধকোটি মানুষের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু পাইকগাছার ভরত চন্দ্র হাসপাতাল রক্ষায় মানববন্ধন মোরেলগঞ্জে নিখোঁজের একদিন পর সোনা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার যশোরে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই আটক মব সহিংসতায় জড়িতদের ছাড় নয়
আইসক্রিম খেয়ে ফেলল মা, পুলিশকে ফোন করল শিশু!
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ০৪:০৩:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-03-12_67d15bdd28c80.jpg

আইসক্রিম খেয়ে ফেলায় মায়ের উপর বেজায় চটেছে ৪ বছরের এক শিশু। আইসক্রিম খেয়ে ফেলায় মায়ের ওপর রাগ করেই বসে থাকেনি শিশুটি। ফোন দিয়ে পুলিশ ডাকলো মাকে আটক করে নিয়ে যেতে।
এই মজার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে।
মাকে যদিও শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়নি। তবে শিশুটি নিজে ঠিকই আইসক্রিম খাওয়ার অধিকারটুকু অর্জন করে নিয়েছে।
ডব্লিউএসএলএস ১০ নিউজের প্রতিবেদনে জানা যায়, ৯১১ (যুক্তরাষ্ট্রের পুলিশের জরুরি সেবা পাওয়ার ডায়াল নাম্বার) এ উইসকনসিনের মাউন্ট প্লেজেন্ট এলাকা থেকে একটি কল আসে।
দায়িত্বে থাকা এক নারী পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শুনতে পায় একটি শিশু বলছে, “আমার মা খুব খারাপ আচরণ করেছে।”
পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে শিশুটিকে কী হয়েছে সে ব্যাপারে তাকে খুলে বলতে বলেন।
এদিকে মা তার আইসক্রিম খেয়ে তার সঙ্গে যে অন্যায় করেছে সেজন্য ন্যায়বিচার পেতে ছেলে দৃঢ় সংকল্পবদ্ধ। সে পুলিশকে বলে তার মাকে নিয়ে যেতে এবং জেলে দিতে।
পুলিশ অফিসার তখনও বুঝে উঠতে পারছেন না শিশুটির মা আসলে কী অন্যায় করেছে।
তবে তাকে বেশিক্ষণ ধোঁয়াশার মধ্যে থাকতে হয়নি। ওই শিশুর মা কোনোরকমে তার কাছ থেকে ফোনটা নিয়ে নিজেই অপরাধ স্বীকার করে নিয়ে বলেন, তার ছেলের আইসক্রিম খেয়ে ফেলেছেন তিনি নিজেই।
তিনি পুলিশকে জানান, আসলে শিশুটির বয়স মাত্র ৪ বছর। তার মা তার আইসক্রিম খেয়ে ফেলায় রাগ করে ৯১১ নম্বরে কল করার কথা বলে, তাকে আটকানোর চেষ্টা করার আগেই সে কল দিয়ে ফেলেছে।
এদিকে ছেলে তো রেগে তেলে-বেগুনে জ্বলছে, তার আইসক্রিম খেয়ে ফেলেছে। তার সাথে কত বড় অন্যায় করেছে মা! তাই সে মাকে পুলিশে ধরিয়ে দিতে তাদের কল করেছে। কোনোভাবেই এ অন্যায় সে মেনে নিতে পারছে না, আসতেই হবে পুলিশকে।
এরপর এলো দুই নারী পুলিশ, তবে তার মাকে জেলে নেয়ার ব্যাপারে নয়। পুলিশ এসে বোঝানোর পর শিশুটি তার মন নিজেই পরিবর্তন করেছে। সে আর তার মাকে জেলে দিতে চাইছে না। তবে তার অভিযোগ পুলিশকে জানিয়েছে যে সে একটু আইসক্রিম খেতে চেয়েছিল, কিন্তু তাকে খেতে দেওয়া হয়নি আইসক্রিম।
দুই পুলিশ অফিসার পরবর্তীতে আইসক্রিম নিয়ে আরেকবার তার বাসায় এসে তাকে সারপ্রাইস দিয়েছেন। আইসক্রিম পেয়ে মহাখুশি হয়ে পুলিশের সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছে শিশুটি।

আরও খবর

🔝