gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ইসি
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ০১:৪৮:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2025-03-12_67d13c5df07f3.jpg

আগামী সোমবার (১৭ মার্চ) ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় ১৯ দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়ে চিঠিও দিয়েছে।
ইসি এক আদেশে জানায়, আগামী সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের ৭ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

আরও খবর

🔝