gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১২:২৪:০০ পিএম
গাইবান্ধা প্রতিনিধি:
GK_2025-03-12_67d1288d148ab.jpg

গাইবান্ধার ফুলছড়ি ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকদের তথ্য অনুযায়ী, ফুলছড়ি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে নেতাকর্মীরা তারাবির নামাজ আদায় করতে গেলে একদল যুবক সেখানে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফুলছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান শেখ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’
একইসঙ্গে, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকাদ্দেস হোসেন দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা রাতেই মশাল মিছিল করেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর

🔝