gramerkagoj
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও ১০ দিন বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়, বিজেপির বিরুদ্ধে মমতার প্রতিবাদ কাঁঠালিয়ায় পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ নিধন নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে বিধ্বস্ত অলিভিয়া স্মিথকে এক মিলিয়ন পাউন্ডে দলে নিচ্ছে নারী দল রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার আভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি খুলনায় যুবদলের সাবেক সভাপতিকে গুলি ও রগ কেটে নির্মম হত্যা চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড লর্ডসে ইতিহাস গড়লেন জো রুট : এক দিনে একাধিক রেকর্ড হামাস অস্ত্র সমর্পণ করলে যুদ্ধ শেষ হতে পারে : নেতানিয়াহু
লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে রাবি গণঅভ্যুত্থান মঞ্চের বিক্ষোভ
প্রকাশ : বুধবার, ১২ মার্চ , ২০২৫, ১১:১৬:০০ এএম
রাজশাহী ব্যুরো:
GK_2025-03-12_67d118abe9262.jpg

২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণঅভ্যুত্থান মঞ্চ। অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি, দেশে অস্থিতিশীল পরিবেশ ও দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ও আবাসিক হল প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে মিলিত হয়।
মিছিল থেকে শিক্ষার্থীরা স্বৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকি আক্তারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
এ সময় 'শাহবাগিদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও', ''ল' তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা', 'শ তে শাহাবাগি, তুই হাসিনা তুই হাসিনা', 'শাহাবাগির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন', শাহবাগিদের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'বিচার বিচার বিচার চাই, শাহাবাগিদের বিচার চাই', 'শাহাবাগিরা হামলা করে, ইন্টেরিম কী করে?, 'উদ্যানের গাঁজাখোর, উদ্যানে ফিরে যা', '১৩ আর ২৫, এক নয় নয়', 'শাহাবাগ না শাপলা, শাপলা শাপলা', 'হলে হলে খবর দে, শাহবাগিদের কবর দে', 'জুলাইয়ের বাংলায়, শাহাবাগিদের ঠাঁই নাই', '২৪ এর বাংলায়, শাহাবাগিদের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দেন।
গণঅভ্যুত্থান মঞ্চের সদস্য সচিব ইকরামুল হক মামুন বলেন, ‘আমরা এই শাহবাগিদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেবো না। আমাদের রক্তের বিনিময়ে হলেও দেশকে তাদের কাছ থেকে মুক্ত করবো। আমরা বাংলার জমিনে তাদের উত্থান ঘটতে দেবো না। তারা এক দিনে মাথাচড়া দিয়ে উঠেছে।
বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ফাহিম রেজা বলেন, আমরা সবাই জানি, শাহবাগিরা আওয়ামী লীগের এক্সটেনশন। নীরবে আওয়ামী লীগের অপকর্ম বাস্তবায়ন এবং বিরোধী দলগুলোর ওপর হামলার নিপীড়ন অত্যাচারের বৈধতা জুগিয়েছ এই শাহাবাগিরা। ২৪ বিপ্লবের পরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকজন একত্রিত হয়ে আবারও শাহাবাগ কায়েম করতে চাচ্ছে। ছাত্র-জনতা যতদিন রাজপথে আছে, শাহবাগীদের যে চাওয়া সেটি পূরণ হতে দেবে না।
বাংলা বিভাগের শিক্ষার্থী জিএস সাব্বির বলেন, ২০১৩ সালে হাসিনার ফ্যাসিবাদী সরকারকে কায়েম করার জন্য যারা ইন্ধন জুগিয়েছে সেই শাহবাগিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ২৪-এর পর আমরা আরেকটি ফ্যাসিবাদের জন্ম হতে দেবো না। রোজাদার পুলিশের ওপর হামলা করে দেশের আইনশৃঙ্খলাকে অপদস্থ করার জন্য এই শাহাবাগিদে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সারা দেশে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলে পথে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এ সময় গণজাগরণ মঞ্চের নেত্রী লাকী আক্তারের নির্দেশে পুলিশের ওপর হামলা চালান সংগঠনটির নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাবির গণঅভ্যুত্থান মঞ্চ।

আরও খবর

🔝