gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj

❒ যশোর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ শাফায়াতের যোগদান

চিকিৎসার নামে প্রতারণা রোধে কঠোর পদক্ষেপের উদ্যোগ
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ , ২০২৫, ১০:৫৮:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-03-11_67d06bc6242b0.jpg

কোনো প্রকার অনুমোদন এবং অনুমোদিত ছাড়াই ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে ফিজিওথেরাপিসহ প্যাথলজিক্যাল টেস্ট করাচ্ছে বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান। রোগীর আর্থিক ক্ষতি হলেও নাম সর্বস্ব বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের দেয়া ফিজিওথেরাপি ও প্যাথলজিক্যাল টেস্টের রিপোর্ট সুচিকিৎসায় কাজে আসছে না। দীর্ঘদিন ধরে অবৈধ এ কার্যক্রম চলে আসছে স্বেচ্ছাসেবক নামধারী কর্মচারীদের নেতৃত্বে। অভিযোগ পাওয়া গেছে কতিপয় সরকারি কর্মচারীরা এর সাথে জড়িত। সরকারি হাসপাতালে চিকিৎসার নামে এসব প্রতারণার কার্যক্রম খুব দ্রুত বন্ধ করার উদ্যোগ নিয়েছেন সদ্য যোগ দেয়া তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ হুসাইন শাফায়াত।
আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার আ ন ম বজলুর রশিদ টুলুর কাছ থেকে অভিযোগগুলো জানার পর সমাধানের পদক্ষেপ নেয়ার কথা বলেছেন তত্ত্বাবধায়ক।
১১ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডাক্তার মোঃ হুসাইন শাফায়াত যোগদান করেছেন। তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডাক্তার হিমাদ্রি শেখর সরকার, আবাসিক মেডিকেল অফিসার হাবিবা সিদ্দিকা ফোয়ারা, আ ন ম বজলুর রশিদ, নেফ্রোলজিস্ট ডাক্তার উবায়দুল কাদির উজ্জল, অ্যানেসথেসিওলজিস্ট ডাক্তার আহসান কবির বাপ্পী, নিউরোলজিস্ট ডাক্তার আবু হায়দার মোঃ মনিরুজ্জামানসহ হাসপাতালের প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও কর্মরত ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। একই সাথে নতুন তত্ত্বাবধায়ককে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।
বিগত ২০২৪ সালের ২৪ ডিসেম্বর হাসপাতালের ডাক্তার হারুন অর রশিদকে ঢাকা বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক পদে বদলী করা হলেও নতুন তত্ত্বাবধায়ক পদায়নে বিরত ছিলো সরকার। দীর্ঘ আড়াই মাস পর গত ৬ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০০২.২৪-১৮২ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে ডাক্তার মোঃ হুসাইন শাফায়াতকে পদায়ন করা হয়। ঝিনাইদহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) কর্মরত থাকা ডাক্তার মোঃ হুসাইন শাফায়াত স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়ে ১১ মার্চ সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যোগদান করেছেন।

আরও খবর

🔝