gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
সাবেক এমপি আনারের ভাতিজার বিরুদ্ধে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ , ২০২৫, ১০:০১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-03-11_67d05e87c7e0b.webp

পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আলোচিত অর্কিডের শরীরে আগুন দেন বলে মৃত্যুর আগে জানিয়েছেন অর্কিড।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অর্কিড। তিনি কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে।
গত ৫ মার্চ যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদ এলাকায় অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় অর্কিডের বাবা ওসমান গণি চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিনজনকে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান।
তিনি জানান, ‘গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে মারা গেছে। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আমাদের ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমাদের ছেলে হত্যার বিচার চাই।’
লিখিত অভিযোগে জানা গেছে, ১ মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে ভাগিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিলেন। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের বাবা।
৫ মার্চ সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে ডাকেন তারিন। এসময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেন। এরপর অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাবেক এমপি আনারের ভাতিজা মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। ভয়ে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আহত অর্কিড জানান, তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন।
স্বজনরা জানান, মৃত্যুর আগে অর্কিড ঘটনার বর্ণনা দিয়ে এই ভিডিওটি করে গেছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, নিহতের বাবা চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে পরকীয়ার বিরোধে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করা হবে।

আরও খবর

🔝