শিরোনাম |
দীর্ঘদিন ধরে আড়ালে থাকলেও আবার আলোচনায় এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা পপি। । গত পাঁচ বছর অভিনয়সহ সব জায়গা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু স্বামী, সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়ে হঠাৎ করেই আবার প্রকাশ্যে এসেছেন এই নায়িকা ।
সম্প্রতি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পপির বোন ফিরোজা পারভীন। তাতে পপির বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ তুলেছেন মা ও বোন। ক্যারিয়ারের শুরু থেকেই পরিবারের সবাইকে নিয়ে রাজধানী ঢাকায় থাকতেন পপি। তার পারিবারিক দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসায় অনেকেই হতবাক হয়েছেন।
সেই মামলার মাসখানেক পেরিয়েছে, বর্তমানে বিষয়টি নিয়ে আবারও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন। আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে তারা। মামলা করবই। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাবো। কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়।
মায়ের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনে পপি বলেন, নিজের কোনো শখ-আহ্লাদও পূরণ করিনি। নিজের সবটা দিয়ে পরিবারকে দেখেছি। সেই মা আমার স্বামী ও সন্তান নিয়ে মিডিয়ায় ছোট করেছে। আমি চেয়েছিলাম সময়-সুযোগ বুঝে স্বামী-সন্তান নিয়ে কথা বলব। কিন্তু খুব বাজেভাবে স্বামী ও সন্তানকে উপস্থাপন করেছে। আমি বিয়ে করে সংসারী হয়েছি। আমার শেষ আশ্রয় যেটা ছিল, যে আমাকে আশ্রয় দিয়েছে; জীবন বাঁচাতে দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই মানুষটাকেও অসম্মান করেছে। সংসার নষ্ট করার চেষ্টা করছে। এটা পৃথিবীর কোনো মা তা করতে পারে না।আমাকে ডিভোর্স দেওয়ার জন্য শ্বশুরবাড়ি ফোন করে নানা মিথ্যাচার করেছে।
তিনি আরও বলেন, যাদের উপকার করেছি, তারা আমার ক্ষতি করছে। শ্বশুরবাড়িতে যে সম্মানে থাকব তা-ও দিচ্ছে না। প্রতিনিয়ত অসম্মানিত করছে। এজন্য উঠতে-বসতে কথা শুনতে হয়। বিয়ে করেছি, সামনে আনিনি। এটা আমার ব্যক্তিগত বিষয়। অন্যায় কিছু করিনি। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত বিষয় থাকে। আমি চাইনি আমার ব্যক্তিগত বিষয় মিডিয়ায় আসুক।