gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj

❒ অধস্তনদের প্রতি ক্রাইম হট স্পট

নানা কর্মব্যস্ততায় নবাগত এসপি

❒ চিহ্নিত করে কার্যক্রমের নির্দেশনা

প্রকাশ : মঙ্গলবার, ১১ মার্চ , ২০২৫, ০৯:৫৩:০০ পিএম
দেওয়ান মোর্শেদ আলম:
GK_2025-03-11_67d0405d6261f.jpg

যশোরের নবাগত পুলিশ সুপার রওনক জাহান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর জোর দিয়ে জেলা পুলিশের পদস্থ ও সিনিয়র অফিসারদের সাথে দিক নির্দেশনামূলক আলোচনাসহ নানা কর্মব্যস্তায় তিনদিন পার করেছেন। জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাদৃশ্য এক্টিভিটিসের, ক্রাইম হট স্পট চিহ্নিত করে টার্গেট ভিত্তিক চেকপোস্ট এবং কার্যকরি পেট্রলিং কার্যক্রমের উপর গুরুত্বারোপও করা হয়েছে।
যোগদানের পর গত তিনদিনে পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্য করে পরিস্কারভাবে জানান, থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভাল আচরণ করতে হবে। জনমনে পুলিশ বাহিনীর প্রতি আস্থা ফিরিয়ে আনতে সকলকে দৃঢ়তার সাথে জণকল্যাণে কাজ করতে হবে।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে তথ্য মিলেছে, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ নূর-ই-আলম সিদ্দিকীর কাছ থেকে নবাগত পুলিশ সুপার রওনক জাহান দায়িত্ব গ্রহণ করে তার কনফারেন্স হলে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণের সাথে একটি পরিচিতি পর্ব অনুষ্ঠান করেন। ওই অনুষ্ঠানে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। পুলিশ সুপার জেলার অপরাধ নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অপরাধ প্রতিরোধ এবং নিবারণে জনপ্রত্যাশা পূরণে কর্মরত অফিসার ফোর্সের ব্যক্তিগত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হবে বলেও জানান অফিসারগনকে। গত তিনদিনে জেলা প্রশাসকের কার্যালায়সহ জেলা পুলিশের কয়েকটি সভায় অংশ নেন। তিনি পুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।
তার কর্মব্যস্ত কার্যক্রমের সময় সিনিয়র অফিসারগণ উপস্থিত ছিলেন। এরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল রাজিবুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভার সার্কেল আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার, মণিরামপুর সার্কেল, ইমদাদুল হক, বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সব সভাতেই এসপি জানিয়েছেন, জনগণের সার্বিক নিরাপত্তা সেবার জন্য পুলিশ বাহিনী। পুলিশকে মানুষের জন্য কাজ করতে হবে। এর ব্যত্যয় হলে চলবে না। থানায় সঠিক সেবা নিশ্চিত করতে হবে। এসময় পুলিশ সুপারকে অফিসারগণ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ সকালে যশোরে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রওনক জাহান। এর আগে সড়ক পথে তিনি ঢাকা থেকে যশোর পৌঁছালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নতুন কর্মস্থলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই নিয়োগের আদেশ দেয়া হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন এবং তিনি যশোরে দায়িত্ব প্রাপ্ত প্রথম নারী পুলিশ সুপার। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা। রওনক জাহান ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হিসেবে পুলিশে যোগদান করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে তিনি তার পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়েছেন।

আরও খবর

🔝