gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
যশোরে মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
প্রকাশ : সোমবার, ১০ মার্চ , ২০২৫, ০২:০০:০০ পিএম
শিমুল ভূঁইয়া:
GK_2025-03-10_67ce9e80790b1.jpg

যশোরে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম আজ এ রায় দেন।

২০১৪ সালের ২২ জানুয়ারি যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এ মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তারেক রহমান ঘৃণা, বিদ্বেষ, অবজ্ঞা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আদালতের নির্দেশে পরে যশোর কোতয়ালি থানা পুলিশ তদন্ত করে এবং একই বছরের ২১ এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয়।
যশোরের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, মামলাটি প্রথমে চার্জ গঠনের জন্য ছিল । পরবর্তীতে তা প্রত্যাহারের আবেদন করা হয়। তিনি জানান, রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে তাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বাধ্যতামূলক। কিন্তু সেই সময় শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের কোন দায়িত্বে ছিলেন না, ফলে মামলাটি গ্রহণযোগ্য নয় বলে প্রমাণিত হয়। এর আগে মামলাটি আমলি আদালতে অব্যাহতির জন্য আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। পরে জেলা জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা করা হয়। শুনানীর পর আদালত তারেক রহমানকে খালাস প্রদান করেন এবং তার বিরুদ্ধে থাকা প্রেপ্তারি পরোয়ানা গুলো প্রত্যাহার করে মামলা খারিজ করা হয়।

আরও খবর

🔝