gramerkagoj
সোমবার ● ১৭ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
gramerkagoj
ভোর রাতে বসছে ‘অস্কার’ আসর, শেষ মুহূর্তেও নানা চমক!
প্রকাশ : রবিবার, ২ মার্চ , ২০২৫, ০৯:২৪:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-03-02_67c47878dac5b.jpg

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিনোদন সম্মাননা ‘অস্কার’। শুধু চলচ্চিত্রের ইতিহাসেই নয়, বিশ্বের শিল্প-সাহিত্যের ইতিহাসে অস্কার পুরস্কার সবচেয়ে আলোচিত এবং সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত এটি। সেই ১৯২৯ সাল থেকে যাত্রা শুরু অস্কারের। আজ ২ মার্চ বসবে অস্কারের (বাংলাদেশ সময় ৩ মার্চ, অর্থাৎ আগামীকাল ভোরে) মর্যাদাপূর্ণ আসর।
বছরের সব গুরুত্বপূর্ণ পুরস্কার অনুষ্ঠান ইতোমধ্যে শেষ। গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে হাজির হয় অস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। এবার প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করবেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন।
অস্কারের মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। গতবারের মতো এবারও ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তাঁর সঙ্গে প্রথমবার লাল গালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার। ভোর ৬টায় ডলবি থিয়েটারের মঞ্চে শুরু হবে মূল আয়োজন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফরম হুলুতে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
এ বছর অস্কারে মঞ্চ মাতাবেন দোজা ক্যাট, সিন্থিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংকের লিসা, কুইন লতিফা এবং রায়ে। এ ছাড়া দলীয় পরিবেশনায় থাকবে যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’। এরিবো ও গ্রান্দে এবারের অস্কারে মনোনয়নও পেয়েছেন।চলচ্চিত্রপ্রেমীদের মাঝে এখন একটাই প্রশ্ন–কে হবে এবারের বিজয়ী?
মূল অনুষ্ঠান শুরুর আগে লাল গালিচায় আলো ছড়াবেন তারকারা। আমন্ত্রিত অতিথিদের অনুভূতি জানতে ডলবি থিয়েটারের বাইরে ‘রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-অভিনেত্রী জুলিয়ান হাফ এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব জেসি পামার। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে শুরু হবে এ আয়োজন। জেসি পামার এবারই প্রথমবারের মতো এবং জুলিয়েন হাফ এই নিয়ে টানা দুই বছর ধরে এ শোটি সঞ্চালনা করছেন। ৩০ মিনিটের এই বিশেষ আয়োজনে থাকবে অস্কারের মনোনীত অভিনয়শিল্পী, কলাকুশলী এবং পারফরমারদের নানা বিষয়।
শেষ মুহূর্তে অস্কার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। এবারের আসরে ঘোষকের ভূমিকায় থাকার কথা ছিল অভিনেতার।

আরও খবর

🔝