gramerkagoj
মঙ্গলবার ● ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বৃহস্পতিবার দুপুর ২টায় প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা যশোর-খুলনা মহাসড়কের চেংগুটিয়া বুড়োর দোকান এলাকায় চরম দুর্ভোগ চট্টগ্রামে দুই জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত, আইইডিসিআরের সিদ্ধান্তের অপেক্ষা তিন নির্বাচনে প্রশংসাকারী পর্যবেক্ষকদের বাদ দেবে নির্বাচন কমিশন: সিইসি বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প ফরিদা পারভীন বেঁচে আছেন, গুজবে কান না দেওয়ার আহ্বান স্বামীর যশোরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনার দুই নেতাকে শোকজ নোটিশ খুলনাসহ ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
আ’লীগ সভাপতি মিলন শ্যোন অ্যারেস্ট
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৯:১৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-02-04_67a22faa0cdd9.jpg

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনকে এবার বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একইদিন আরেকটি বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া সভাপতি শহিদুল ইসলাম মিলনকে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে শহিদুল ইসলাম মিলনকে ফতেপুরের এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসমর্পণকারীরা হলেন, সদর উপজেলার ভায়না গ্রামের শেখ বদর উদ্দিনের ছেলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বাহারুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ভায়নার গোলাম মোস্তফার ছেলে মাহমুদুল, ফতেপুরের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল, সীতারামপুরের আলী আহম্মেদের ছেলে উজ্জ্বল, রাজাপুর গ্রামের সুধা উদ্দিনের ছেলে কামরুজ্জামান ও ভায়নার সামাদ মোল্লার ছেলে জিয়াউর রহমান। ফতেপুরের বালিয়াডাঙ্গা ভোট কেন্দ্রে বোমা হামলার ঘটনার মামলায় তারা এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থেকে মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আরও খবর

🔝