gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে মটরস পার্টস দোকান থেকে ককটেল উদ্ধার, মালিক পলাতক
ডিবির জালে ১৪ মামলার আসামি জিতু
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৮:৩৭:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-02-04_67a2264e4d282.jpg

যশোরে একাধিক মামলার আসামি ও আলোচিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে যশোর সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। জিতু শহরের বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম জানান, জিতু যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪ টি মামলা রয়েছে। গত ২১ জানুয়ারি রাতে শহরের মণিহার এলাকায় ক্যাফে হালাল রেস্টুরেন্টের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি নম্বর প্লেট বিহীন পিকআপ এবং একটি চোরাই ইজিবাইক উদ্ধার করে ডিবি। এছাড়া, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। ওই মামলার তদন্তে উঠে আসে জিতুর নাম। বিষয়টি নিশ্চিত হয়ে জিতুকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও খবর

🔝