gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
এক ঘন্টায় শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:৩১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-02-04_67a21b98e172d.jpg

রাজনৈতিক বৈরিতার ফলে দ্বিপাক্ষিক সিরিজে দু’টি দেশ খেলায় অংশ নেয় না। ভারত-পাকিস্তান মহারণ দেখার জন্য তাই সমর্থকদের তাকিয়ে থাকতে হয় এসিসি ও আইসিসির ইভেন্টের দিকে। ক্রিকেটের ময়দানে এই দু’দেশ যখন সম্মুখসমরে নামে, ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হচ্ছে না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হওয়া মাত্রই মুহূর্তে তা শেষ হয়ে যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসেছে, এক ঘন্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও ভারত টুর্নামেন্টে তাদের কোনও ম্যাচই পাকিস্তানের মাটিতে খেলবে না। টিম ইন্ডিয়া তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।
আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান লড়াই। প্রায় দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমান টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও হতাশ হতে হয়েছে।
ভারত ও পাকিস্তান ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আট দলের টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝