gramerkagoj
বুধবার ● ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
সর্বকালের সেরা ফুটবলার দাবি রোনালদোর
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:২১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-02-04_67a21697f1c21.jpg

পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো দাবি করেছেন মেসি, ম্যারেডোনা কিংবা পেলে নন, তিনিই নিজেই সর্বকালের সেরা ফুটবলার। নিজেকে সেরা বলার পেছনে যুক্তিও উপস্থাপন করেছেন। এক্ষেত্রে ফুটবলপ্রেমীদের পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি। তবে নিজেকে সেরা দাবি করলেও মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করা ভক্তদের প্রতি শ্রদ্ধা জানান রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ৩৯ বছর বয়সী রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভেঙেছেন এবং বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও। ক্যারিয়ারে মোট ৯২৩টি গোল করেছেন তিনি। সর্বশেষ সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াসলের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে দু’টি গোল করেছেন রোনালদো।
স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগুইতো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ইতিহাসের সেরা গোলদাতা কে। এটি পরিসংখ্যানের বিষয়।
তিনি আরও বলেন, ইতিহাসে কে সবচেয়ে বেশি হেড, বাঁ পা, পেনাল্টি এবং ফ্রি কিক থেকে গোল করেছেন। বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও আমি ইতিহাসে বাঁ পায়ের শীর্ষ ১০ জন গোলদাতার মধ্যে একজন। হেড, ডান পাঁ এবং পেনাল্টি গোলেও শীর্ষে আছি।
নিজের গোল আর শক্তিমত্তা নিয়ে রোনালদো আরও বলেন, আমি সংখ্যার কথা বলছি। আমার মনে হয়, আমি পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ফুটবলে আমি সবকিছু ভালোভাবে করি। হেড, ফ্রি কিক, বাঁ পায়ে। আমি দ্রুতগতির ও শক্তিশালী।
মেসি বা ম্যারেডোনাকে যে কেউ পছন্দ করতে পারে। সেই ভক্তদের রোনালদো সম্মান জানায়। তবে নিজেকে কেউ অসম্পূর্ণ বললে মানতে পারবেন না রোনালদো।
৩৯ বছর বয়সে রোনালদো এখনও ক্লাব বা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না।

আরও খবর

🔝