শিরোনাম |
২০১৬ টি-২০ বিশ্বকাপে প্রথম আরাফাত সানির বোলিংয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। অ্যাকশন বদলে পরবর্তীতে ফিরে আসেন এই স্পিনার। এরপর কেটে গেছে প্রায় নয় বছর। আবারও তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
বিপিএলের প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচ শেষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানা যায়। তবে প্লে-অফের আগেই সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল বলে জানিয়েছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
রকিবুল হাসান বলেন, লিগ পর্বের শেষ ম্যাচে (চিটাগং কিংস-ফরচুন বরিশাল) সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। আগামী সাত দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির অধীনে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় ফেল করলে আবারও তার বোলিং নিষিদ্ধ হবে। আপাতত সানির বোলিং করতে কোনো বাধা নেই।
চলতি বিপিএলে নয় ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।