gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
যশোরে যুবককে ছুরিকাঘাত
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ০৪:২৩:০০ এএম
কাগজ সংবাদ:
GK_2025-02-04_67a1444576e71.jpg

যশোর শহরের রেলগেটে সম্রাট নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত সম্রাট রায়পাড়া ইসমাইল কলোনীর আলিমের ছেলে। সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে ডেকে অদুরে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, সম্রাটের বিরুদ্ধে অস্ত্রসহ চারটি মামলা রয়েছে। তিনি নিজেও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত।

আহত সম্রাট জানায়, পূর্ব শক্রতার জেরে রায়পাড়া এলাকার কুদরত, ইমন, মোহাম্মদ, সাকিবসহ কযেকজন তাকে বাড়ি থেকে ডেকে আনে। এরপর কিছু বুঝে উঠার আগেই একেরপর এক ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

হাসপাতাল থেকে জানা গেছে, আহত সম্রাটের  চোখের আশেপাশে বেশ কয়েক স্থানে একাধিক জখম হয়েছে। অল্পের জন্য তার চোখ দু'টি রক্ষা পেয়েছে।

আরও খবর

🔝