gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজাকে শিশুদের কবরস্থান ও অনাহারের উপত্যকায় পরিণত করেছে ইসরায়েল সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত নয়াদিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন
অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মামলা
প্রকাশ : সোমবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৫, ০৯:২০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2025-02-03_67a0def1df0f3.jpg

অষ্ট্রেলিয়ায় পাঠানোর নামে ভুয়া কাগজপত্র দিয়ে প্রায় ২৪ লাখ টাকা আত্মসাতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া চরঝামারঘোপ গ্রামের মৃত গোলাম মওলার ছেলে নয়ন মোল্লা তিনজনের নামে মামলাটি করেছেন।
তিনি বর্তমানে যশোর শহরের বেজপাড়া মেইন রোডে ভাড়া থাকেন।
আসামিরা হলেন মুন্সিগঞ্জ শহরের সাত নম্বর ওয়ার্ডের বকচর এলাকার তোফাজ্জেল ব্যাপারি (৫৩) ও তার দুই ছেলে নবীন হোসেন সাগর (৩২) এবং নাহিদ হোসেন (২২)।
এজাহারে নয়ন মোল্লা উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১৫ নভেম্বর ফেসবুকের মাধ্যমে আসামি নয়নের সাথে পরিচয় হয়। এরপর তার সাথে হোয়াটসঅ্যাপ, ইমোসহ নানা ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি বিশ্বাস অর্জনের জন্য তার একটি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় নগরিক পরিচয়পত্রের ছবি পাঠান। নয়ন বিভিন্ন দেশে লোক পাঠান। তার সাথে ইমো নম্বরে যোগাযোগ করেন। তাকে জানানো হয় অষ্ট্রেলিয়াতে মাসে তিন লাখ টাকা বেতনের চাকরি দিতে পারবেন।
এরপর তার সাথে যোগাযোগ করা হয়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে ২৩ লাখ ৭৮ হাজার টাকা দেয়া হয় তাকে। আসামি ভিসা প্রসেসিং করার জন্য বায়োমে্িট্রক, মেডিকেল, ফিঙার, পুলিশ ক্লিয়ারেন্স, ভিসা ও বিমান টিকিটসহ যাবতীয় কাগজপত্র দেন। ৯ ডিসেম্বর দিবাগত রাত একটার দিকে বিমান নির্ধারণ হয়। তার হাতে একটি ই-টিকিট দেয়া হয়। ওই কাগজপত্র ইমিগ্রেশনে দেয়া হলে তাকে জানানো হয় সকল কাগজপত্র ভুয়া। সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর বুঝতে পারেন তার কাছ থেকে প্রতারণা করে প্রায় ২৪ লাখ টাকা নেয়া হয়েছে।
এরপর তিনি সেখান থেকে ফিরে নড়াইলে যান এবং আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করে থানায় মামলা করেন।

 

আরও খবর

🔝