gramerkagoj
শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫ ২ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম বঙ্গোপসাগরের পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে: প্রধান উপদেষ্টা শালিখায় আ’লীগ নেতাদের সঙ্গে বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২ খুলনায় বাড়ির ভেতরে ঢুকে যুবকের কপালে গুলি যশোরে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঋণের দায়ে আত্মহত্যা করা অমলের পরিবারের পাশে তারেক রহমান মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ২, আহত ১২ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, কিন্তু সফল হবে না জুলাই সনদ এক নতুন সামাজিক চুক্তি প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করলেন ‘জুলাই সনদ সইয়ের দিনে শহীদ পরিবার রাস্তায়-এটা লজ্জার’
একুশ আমার অহংকার
প্রকাশ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ১২:৫৬:০০ এএম
কাগজ সংবাদ:
GK_2025-02-03_67a0cb0b66021.jpg

পাকিস্তানের শাসকরা রাষ্ট্রের ভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠার দুরভিসন্ধি নিয়ে এগোতে থাকে। কিন্তু মায়ের ভাষা বাংলা ভুলে নতুন ভাষা শেখার কথা চিন্তাও করতে পারে না বাঙালী। তাদের উপলব্ধি হয়, শুধু ভাষার প্রতি নয়, এ আঘাত বাঙালী সংস্কৃতির ওপর। প্রতিবাদে তাই ফেটে পড়ে তারা। বিশেষ করে ছাত্ররা বাংলার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত হয়। এরপরও ভীষণ স্পর্ধা দেখিয়ে চলে গোঁয়ার পাকিস্তানীরা।
১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি আবারও রাষ্ট্রভাষা উর্দু করার খায়েশের কথা জানান প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন। ১০ দিন ধরে পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থান সফর করে ৩ ফেব্রুয়ারি বিকেলে গবর্নমেন্ট হাউসে সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় পাকিস্তানের নিরাপত্তা ও অখন্ডতার স্বার্থে একটিমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা পুনর্ব্যক্ত করেন তিনি।
শুধু তাই নয়, খাজা সাহেব এদিন বেশ কঠোর ছিলেন বলে মনে হয়। তার বক্তব্যটি ছিল, এ রকম আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হতে চলেছে, অন্য কোন ভাষা নয়। তবে এটা যথাসময়ে হবে। তিনি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নাকচ করেন দেন। তবে হুঙ্কারে কোন কাজ হয় না। বরং সংগঠিত হওয়ার তাগিদ বোধ করে বাঙালী।
মায়ের ভাষার মর্যাদা রক্ষার নতুন শপথ নেয় তারা। সে শপথের পথ ধরেই জন্ম নেয় ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি, ১৯৬৬ এর ৬ দফা। আর এ বিশাল পথ বেয়েই জন্ম নেয় বাংলাদেশ।

আরও খবর

🔝