শিরোনাম |
যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে সোমবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় তুলে নিয়েছে সম্মিলনী ইনস্টিটিউশন। তারা ১৯৯ রানে হারিয়েছে আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিকে। এটি তাদের ধারাবাহিক দ্বিতীয় পরাজয়। অন্যদিকে সম্মিলনী ইনস্টিটিউশনের ধারাবাহিক দ্বিতীয় জয়।
জয়ী সম্মিলনী ইনস্টিটিউশন আগামী বৃহস্পতিবার তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং রানার আপ কালেক্টরেট স্কুলের বিপক্ষে। এ ম্যাচে যারা জয়ী হবে তারাই পেয়ে যাবে ফাইনাল ম্যাচ খেলার টিকিট।
ঘন কুয়াশার কারণে এদিনের ম্যাচটি এক ঘন্টা ১৫ মিনিট দেরিতে মাঠে গড়ায়। উভয় দলের জন্য ওভার নির্ধারণ করা হয় ৪২। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ২৫৬ রান করে সম্মিলনী ইনস্টিটিউশন। পাল্টা জবাব দিতে নেমে ১৭ ওভার চার বলে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আব্দুস সামাদ মোমোরিয়ালের দলগত ইনিংস।
এদিনের ম্যাচে উল্লেখযোগ্য দিক ছিল বিজয়ী সম্মিলনী ইনস্টিটিউশনের ব্যাটার সাগর রায়ের অর্ধশতক রান। তিনি শেষ পর্যন্ত আউট হয়েছেন ৫৩ রানে। এ রান সংগ্রহের পথে খেলেছেন ৪৫ বল। হাঁকিয়েছেন নয়টি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারি। এছাড়া একই শিক্ষা প্রতিষ্ঠানের সোয়াইব হোসেন নাবিদ বল হাতে নিয়েছেন পাঁচটি উইকেট। তিনি রান খরচ করেছেন পাঁচটি। তিন ওভার এক বল করে দু’টি মেডেন আদায় করে নিয়েছেন। দারুণ পারফরম্যান্স এটি। তবে এদিনের ম্যাচে ছড়াছড়ি ছিল অতিরিক্ত রানের।
আব্দুস সামাদ স্কুল দিয়েছে ৫৭ ও সম্মিলনী ইনস্টিটিউশন অতিরিক্ত রান দিয়েছে ২১টি। সব মিলে অতিরিক্ত রানের সংখ্যা ৭৮। এর মধ্যে ওয়াইড রানের সংখ্যা ৫৯। আব্দুস সামাদ দিয়েছে ৪০ ও সম্মিলনী ইনস্টিটিউশন দিয়েছে ১৯টি ওয়াইড।
সম্মিলনীর ব্যাটিং ইনিংসে অর্জয় ঘোষ ৩২ বলে চারটি চারে ২৬, তৌফিকুল এলাহী পিয়াল ১৮ বলে সাত, স্বাধীন হোসেন ৪১ বলে চারটি চারে ৩৩, আর্থ খা সিমান্ত আট বলে পাঁচ, আশরাফুজ্জামান হৃদয় চার বলে শূণ্য, দুর্জয় চক্রবর্তী ৩৯ বলে একটি চারে ১৫, মাশফি রহমান মিরাজ ৪৬ বলে ছয়টি চারে অপরাজিত ৩৯, রাকিব হাসান ১১ বলে একটি চার ও ছয়ে ১২, সোয়াইব ইলমাম নাবিদ পাঁচ বলে একটি চারে ছয় ও ওয়ালিদ হাসান ছয় বলে অপরাজিত তিন রান করেন। অতিরিক্ত হতে তারা সংগ্রহ করে ৫৭ রান।
বল হাতে আব্দুস সামাদের হয়ে আজিজুল হাকিম হৃদয় ৬০ রানে তিনটি, এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আরিয়ান, কাকন মিয়া, আরজু রহমান রাব্বি ও রায়হান মোল্লা।
আব্দুস সামাদ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাটিং ইনিংসে সাকিব সরকার ২৮ বলে তিনটি চারে ১৫, আজিজুল হাকিম হৃদয় ২০ বলে তিনটি চারে ১৫, হাসিন মুহিব শূণ্য, রায়হান মোল্লা এক, আরজু রহমান রাব্বি শূণ্য, সাইফুল ইসলাম এক, আবির হাসান এক, আরিয়ান শূণ্য, আদিত্য রায় এক, সামিরুল ইসলাম সিয়াম দুই ও কাকন মিয়া আউট হয়েছেন শূণ্য রানে। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২১ রান।
বল হাতে সম্মিলনী স্কুলের সোয়াইব ইসলাম নাবিদ পাঁচ রানে পাঁচটি, রাকিব হাসান ১৭ রানে ও আশরাফুজ্জামান হৃদয় ছয় রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মাশফি রহমান মিরাজ।