gramerkagoj
বুধবার ● ১২ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
যশোরের সাবেক ডিসি দুর্নীতি মামলায় গ্রেফতার
প্রকাশ : সোমবার, ৩ ফেব্রুয়ারি , ২০২৫, ০২:২২:০০ পিএম
কাগজ ডেস্ক ::
GK_2025-02-03_67a07d2a03840.jpg

যশোরের সাবেক জেলাপ্রশাসক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককে দুদকের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত ২৮ জানুয়ারি মুহিবুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আদালত গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। পরে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত বছর ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল হককে গ্রেফতার করে পুলিশ। যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

আরও খবর

🔝