শিরোনাম |
বিয়ে করে নতুন বউ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে মারা গেলেন বর। বরের নাম জাহিদুল ইসলাম। ২ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে।
জাহিদুল ইসলাম (২৩) কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে পৌঁছান তারা। এরপর বিয়ে পড়ানো শেষে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।