gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সারা দেশে পাঁচ দিন টানা বৃষ্টি, তারপর কমবে প্রবণতা শালিখায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভলিবলে চ্যাম্পিয়ন আঞ্জুমান আরা একাডেমি
প্রকাশ : রবিবার, ২ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:৪৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-02-02_679f7a5a77411.jpg

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে রোববার যশোরে দিনব্যাপী স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউন্ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আঞ্জুমান আরা একাডেমি। তারা ২-১ সেটে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে হারিয়েছে।।
এর আগে প্রথম সেমিফাইনালে আঞ্জুমান আরা একাডেমি ২-০ সেটে উপশহর মাধ্যমিক বিদ্যালয় ও ভাটপাড়া একই ব্যবধানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
এর আগে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া প্রতিযোগিতা শেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন। প্রতিযোগিতায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এছাড়া জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আরও খবর

🔝