gramerkagoj
মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ২৭ কার্তিক ১৪৩২
gramerkagoj
ভলিবলে চ্যাম্পিয়ন আঞ্জুমান আরা একাডেমি
প্রকাশ : রবিবার, ২ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:৪৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-02-02_679f7a5a77411.jpg

ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর অংশ হিসেবে রোববার যশোরে দিনব্যাপী স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নাদিরা ইসলাম স্মৃতি ভলিবল গ্রাউন্ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আঞ্জুমান আরা একাডেমি। তারা ২-১ সেটে ভাটপাড়া দাখিল মাদ্রাসাকে হারিয়েছে।।
এর আগে প্রথম সেমিফাইনালে আঞ্জুমান আরা একাডেমি ২-০ সেটে উপশহর মাধ্যমিক বিদ্যালয় ও ভাটপাড়া একই ব্যবধানে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
এর আগে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া প্রতিযোগিতা শেষে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খালিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি আখিরুজ্জামান সান্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, যুগ্ম সম্পাদক শহিদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নুরুল আরিফিন। প্রতিযোগিতায় সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এছাড়া জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

আরও খবর

🔝