gramerkagoj
রবিবার ● ৬ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
প্রকাশ : সোমবার, ২৭ জানুয়ারি , ২০২৫, ০২:২০:০০ পিএম
:
GK_2025-01-27_679744da394fa.jpg

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি।

আজ সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুনাইদ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জামিন পাওয়ার পর পরী বলেন, ‘আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ বিশ্বাসটা আমি শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, আমি ন্যায় বিচার পাবো, আপনারা আমার সাথে থাকবেন। এ ভালোবাসা নিয়েই আমি জিততে চাই।’

মামলাটি মিথ্যা দাবি করে পরী বলেন, ‘এটা মিথ্যা মামলা। ন্যায়বিচার প্রত্যাশা করছি।’ এরপর তার শো বন্ধের বিষয়টি ক্লিয়ার করার জন্য এক সাংবাদিক প্রশ্ন করলে বলেন, ‘আমি স্ট্যাটাসে যা বলেছি, সেটাই। এখন আর ব্যাখ্যা করতে পারবো না।’

বলা প্রয়োজন, সোমবার সকাল ১০টায় পরীমণি আদালতে এসে আত্মসমর্পণ করেন। সোয়া ১০টায় তার আইনজীবী জামিন আবেদন করেন। এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। আদালতে জামিনের রায় শুনে কেঁদে ফেলেন অভিনেত্রী।

গত রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।

আরও খবর

🔝