gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
গায়িকা মোনালি ঠাকুর হাসপাতালে
প্রকাশ : বুধবার, ২২ জানুয়ারি , ২০২৫, ০৪:০২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-01-22_6790bdec19d05.jpg

সুকণ্ঠী গায়িকা, দক্ষ নৃত্যশিল্পী, সুদর্শনা অভিনেত্রী, রিয়্যালিটি শো’র বিচারক-একাই এই পদবীগুলো দখল করে আছেন যিনি, তিনি মোনালী ঠাকুর। তবে গায়িকা হিসেবেই তার বেশি জনপ্রিয়তা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে। নির্ধারিত সময়ে দিনহাটা পৌঁছন তিনি।
মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি। তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসার দায়িত্বে। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তার দ্রুতই সুস্থতার কামনা করেছেন।

আরও খবর

🔝