gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গায়িকা মোনালি ঠাকুর হাসপাতালে
প্রকাশ : বুধবার, ২২ জানুয়ারি , ২০২৫, ০৪:০২:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-01-22_6790bdec19d05.jpg

সুকণ্ঠী গায়িকা, দক্ষ নৃত্যশিল্পী, সুদর্শনা অভিনেত্রী, রিয়্যালিটি শো’র বিচারক-একাই এই পদবীগুলো দখল করে আছেন যিনি, তিনি মোনালী ঠাকুর। তবে গায়িকা হিসেবেই তার বেশি জনপ্রিয়তা। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল গায়িকা মোনালি ঠাকুরকে। নির্ধারিত সময়ে দিনহাটা পৌঁছন তিনি।
মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত হন মোনালি। নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোনালি। তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে। শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, শিল্পীর চিকিৎসার সবরকম ব্যবস্থা হয়েছে। বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসার দায়িত্বে। মোনালি ঠাকুরের অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীরা। সকলেই তার দ্রুতই সুস্থতার কামনা করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝