gramerkagoj
বুধবার ● ১২ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
বুমরাহ আইসিসির মাস সেরা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৬:৩২:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-14_6786632c8b023.jpg

প্যাট কামিন্স বা ডেন প্যাটারসন নন, ভারতের পেস বোলিং লাইনআপের মেরুদন্ড বুমরাহকেই ডিসেম্বর মাসের সেরা হিসেবে বেছে নিয়েছে আইসিসি। ২০২৪ সালের শেষ মাসে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন বুমরাহ। ভারতের অস্ট্রেলিয়া সফরে ভারত সিরিজ হেরে এলেও বুমরাহ ছিলেন আলাদা।
শেষদিকে চোটে কাবু হলেও ডিসেম্বর মাসে তিনটি টেস্টে ১৪.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন ভারতীয় এ পেসার। আর পাঁচ টেস্টের সিরিজে নিয়েছেন ৩২ উইকেট। যা ভারতীয় পেসারদের মধ্যে এক সিরিজে নেওয়া সর্বোচ্চ। বছর জুড়ে বুমরাহ ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে নিয়েছেন ৭১টি উইকেট।
ভারতের জন্য অস্ট্রেলিয়া সফর বরাবরই চ্যালেঞ্জিং। কঠিন সিরিজে ভারতীয় দলের মধ্যে সেরা পারফর্মার বুমরাহ। এই সিরিজে নিজের ২০০তম টেস্ট উইকেতের দেখা পান তিনি। ইতিহাসেই প্রথম বোলার হিসেবে ২০ এর চেয়ে কম গড় নিয়ে ২০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। এসব কারণে আইসিসির বিচারে ডিসেম্বর মাসের সেরা হয়েছেন বুমরাহ।
অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। অস্ট্রেলিয়ার ব্যাটার পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানা ও দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো এমলাবা।

আরও খবর

🔝