gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন কোচের অধীনে মেসিদের অনুশীলন শুরু
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৬:৩১:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-14_67865940dc88b.jpg

নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইন্টার মায়ামি। তাদের নতুন কোচ জাভিয়ের মাসচেরানোর তত্ত্বাবধানে অনুশীলন করে মেসি ও মায়ামির অন্যান্য খেলোয়াড়রা। তার আগে গেল ১১ জানুয়ারি সব খেলোয়াড়ের মেডিক্যাল টেস্ট করা হয়।
মাসচেরানো বলেছেন, আমরা শনিবার মেডিক্যাল টেস্টের মাধ্যমে শুরু করি। অনুশীলনও শুরু করেছি। অনুভূতি খুব ভালো। খেলোয়াড়রা ছুটি কাটিয়ে দলে ফিরেছে তাতে আমরা আসলে খুশি। আমি অবশ্য বেশ চুপচাপ মানুষ। কিন্তু অবশ্যই আমি ট্রেনিং সেশনে কঠোর পরিশ্রম পছন্দ করি। আমি পছন্দ করি অনুশীলনে যেভাবে কঠোর পরিশ্রম ও ইনটেনসিটি দেখানো হয় সেটা যেন খেলার মাঠেও বজায় থাকে। সাহসের সঙ্গে খেলে।
মৌসুম শুরুর আগে উত্তর, দক্ষিণ ও সেন্ট্রাল আমেরিকায় বেশ কয়েকটি প্রাক মৌসুম ম্যাচ খেলবে মায়ামি। ১৮ জানুয়ারি লাস ভেগাসে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।
গত মৌসুমে মেজর লিগ সকারের প্লে’অফ থেকে বিদায় নিয়েছিল মায়ামি। এবার নতুন কোচের তত্ত্বাবধানে কতদুর যেতে পারে মেসিরা দতা এখন দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝