gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
তিন বাংলাদেশি পিএসএলে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৫:৫৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-14_678651d833743.jpg

পাকিস্তান সুপার লিগের আসর শুরু হবে আগামী ১০ এপ্রিল। এর মধ্যে ক্রিকেটারদের নিয়ে দল গোছানো শেষ হয়েছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি পছন্দের ক্রিকেটারদের নিজ নিজ দলে ভিড়িয়েছে। বাংলাদেশ থেকে পিএসএলের আসন্ন আসরে দল পেয়েছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তিনজনই প্রথমবারের মতো পিএসএল খেলতে যাবেন।
অবাক করেছে ড্রাফটে নাম দিয়েও মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দল না পাওয়া। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় দুই তারকাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ।
বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশওয়ার জালমি। পিএসএলে রানার অধিনায়ক থাকবেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ডানহাতি পেসারের দলে আরও আছেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস। লিটন দাস খেলবেন করাচি কিংসে। ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম মিলনের সঙ্গে গড়বেন ডানহাতি টাইগার ব্যাটার। লিটনের অধিনায়ক থাকবেন শান মাসুদ।
শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন। এ দলে আরও আছেন ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল ও কুশল পেরেরার মতো তারকারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝