gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৫:৩৮:০০ পিএম
মেহেরপুর প্রতিনিধি:
GK_2025-01-14_67864487f37e7.jpg

মেহেরপুর মুজিবনগর সীমান্তে টেপ দিয়ে মোড়ানো তিনটি প্যাকেট থেকে ১৮টি স্বর্ণের বারসহ নুর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৪নং পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সানাই শেখের ছেলে।
মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম বলেন, মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নং পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেন। এ সময় বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে হেঁটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে পরিচয় নিশ্চিত হয়। আটক নূর হোসেনের কোমরের সঙ্গে প্যান্টের ভেতর টেপ দ্বারা মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেট থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ২ কেজি ১৮ গ্রাম।
এ ঘটনায় হাবিলদার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন এবং থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমানের পরিকল্পনা এবং দিকনির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝