শিরোনাম |
❒ মিথ্যা মামলা হয়রানীর প্রতিবাদে
চাঁপাইনবাবাগঞ্জের ভোলাহাটে জলকর-ইজারাদার, কৃষক ও মৎস্যজীবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন জামবাড়ীয়া ও দায়পুকুরিয়া ইউনিয়নের কৃষক ও মৎস্যজীবিরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় ভোলাহাট উপজেলা পরিষদ দক্ষিণ গেটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক প্রধান সাকিম আলী, নজরুল ইসলাম, বাবুল ইসলাম, আওসার আলী, রফিক আলী, সাজুরুদ্দিনসহ অন্যরা। বক্তারা বলেন, কালাম গং কৃষকদের জমি চাষাবাদে বিঘ্ন সৃষ্টি করছে। প্রবাহমান পানি বদ্ধ করে বোরো আবাদী জমি জলমগ্ন করে রেখেছে। এর ফলে আমরা কৃষক ও মৎস্যজীবি ৩/৪ মাস ধরে ১৫'শ বিঘা জমির আবাদ থেকে বঞ্চিত আছি। এছাড়া উন্মুক্ত জলাশয়ে " জাল যার, জলা তার" নীতির ভিত্তিতে প্রান্তিক মৎস্যজীবিদের খাজনার বিনিময়ে মাছ ধরা বন্ধ করে দিয়েছে ইজারাদার গং।
বক্তারা আরো বলেন, জমি চাষাবাদ ও খাজনার বিনিময়ে প্রান্তিক মৎস্যজীবিদের মাছ ধরার বিষয়ে ইজারাদার গংকে বলতে গেলে তারা কৃষকদের মারধর করে এবং মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে অভিযোগ দিয়েও কোন সুরাহা পাওয়া যায়নি। এ ব্যাপারে মুঠোফোনে ইজারাদার কালাম হোসেনের মতামত চাইলে তিনি বলেন, আমি সরকারের নিকট থেকে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষাবাদ করে যাচ্ছি। অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছে কি-না জানতে চাইলে তাঁকে এখনো কিছু বলা হয়নি বলে কালাম হোসেন জানান।