gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রাজাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৫:১৬:০০ পিএম
ঝালকাঠি প্রতিনিধি:
GK_2025-01-14_6786431a462b9.jpg

জুলাই বিপ্লব ও গণঅভ্যুন্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজাপুরে সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন হাফেজ কে এম মোস্তফা কামাল। সভায় অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আবুয়াল বাশার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদার, সাতুরিয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা খান, জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের উপজেলা সভাপতি মোঃ ফয়সাল হোসেন হিমেল।
এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আজমির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মাসউদুল আলম, টেলিভিশন জার্নালিষ্ট এ্যসোসিয়েশনের সদস্য সচিব আলোক সাহা ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝