শিরোনাম |
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে '৭১র রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা ডাঃ শাহজাহান মারা গেছেন। তিনি সোমবার সন্ধ্যা ৭টা ২০ মি: নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬৯ বছর।
তিনি স্ত্রীসহ ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে যান। তাঁর নামাজে জানাযা মঙ্গলবার বেলা ১২ টায় পোল্লাডাঙ্গা গোরস্থানে অনুষ্ঠিত হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার, অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ও এসআই আব্দুল আলিম।
বীরমুক্তিযোদ্ধা শাহজাহান উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের পোল্লাডাঙ্গা পুরাতন হাজীপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব নুরুল ইসলাম লোলো হাজি ও তার সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।