gramerkagoj
শনিবার ● ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ৩ ফাল্গুন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কেটে দোকান পুড়ে ছাই
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৪:৪২:০০ পিএম
আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
GK_2025-01-14_67863f9d0ac8b.jpg

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনে দোকান পুড়ে ছাই। সোমবার দিবাগত রাত অনুমানিক ২.৩০ দিকে উপজেলার পৌর বাজারের অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দোকানীর প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। স্থানিয়রা জানান, কনকনে শীতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ী ফিরে ঘুমিয়ে আচ্ছান্ন তখন বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনে পুরে যায় একটি দোকান। আগুন লাগানোর পরপরই মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরছে দেখে স্থাণীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্ঠা করে। পরে পুলিশ ও ফায়ার সাভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই যায়। বৈদ্যুতিক শর্ট সার্কেটের আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই সকল বাজার গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা কোন পানির ট্যাস্ক নেই। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, থানা সংলগ্ন পুরাতুন বাজারে ভিতরে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানটি মুদি দোকান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থ্নাীয়রা ও পুলিশ এবং ফায়ার সার্ভিসের এর সহযাগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝