শিরোনাম |
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে তারুণ্যের অধিকার ২০২৫ উদযাপিত হয়েছে। ্উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৫১ দিন ব্যাপী এ তারুণ্যের উৎসব উপলক্ষে ২ দিন র্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠত হয়েছে। সোমবার ও মঙ্গবার (১৩-১৪ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ,পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, এ সময় ঘোড়াঘাট উপজেলার সকল স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সকল যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিক মঙ্গল বার (১৪জানুয়ারী) উপজেলার রাণীগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি র্যালী রাণীগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাণীগঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজ চত্বরে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে রাণীগঞ্জ বাজারের স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ সকল যুব সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।