gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন যশোরে মটরস পার্টস দোকান থেকে ককটেল উদ্ধার, মালিক পলাতক
রাজাপুরে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি , ২০২৫, ০৩:৩৯:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2025-01-14_678626c853242.jpg

ঝালকাঠির রাজাপুরে "জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৯ম বিজ্ঞান অলিম্পিক, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও দুইদিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ১১টায় রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনর (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, উপজেলা মৎস্য অফিসার গৌতম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোসাঃ শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তারা।

আরও খবর

🔝