gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
যশোরে ডে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন যশোর লাল
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৯:৪৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-11_6782938613154.jpg

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে শনিবার শেষ হয়েছে সেভেন এ সাইড ডে নাইট ফুটবল টুর্নামেন্টের। আর এই শেষ দিনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে ঘরের দল সোনালী অতীত ক্লাব (লাল)। ট্রাইব্রেকারে তারা পরাজিত করেছেন খুলনার বয়রা সোনালী অতীত ক্লাবকে।
খেলার নির্ধারিত সময় ছিল আক্রমন ও পাল্টা আক্রমন। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোন দলই। যদিও ম্যাচের শেষের দিকে সহজ গোলের সুযোগ পেয়েছিল যশোরের দলটি। খোকা বাবু গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। নির্ধারিত সময় গোলশূণ্য সমতায় শেষ হলে খেলাটি গড়ায় টাইব্রেকারে। এতে ২-১ গোলে জয় পায় যশোর সোনালী অতীত ক্লাব (লাল)।
বাইলজের নিয়মানুযায়ী ট্রাইব্রেকারে তিনটি করে শুট নেয়। যশোরের পক্ষে ছোট জামাল ও খোকা বাবু গোল করেন। হালিম রেজা গোল করতে পারেননি। খুলনা বয়রা সোনালী অতীত ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন হেমায়েত। গোল করতে ব্যর্থ হয়েছেন সাইফুল্লাহ ও আশরাফ।
ফাইনালে দ্বৈতভাবে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন যশোর সোনালী অতীত ক্লাব (লাল) এর গোলরক্ষক মিতুল ও ছোট জামাল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার জুয়েল ইমরান। যশোর সোনালী অতীত ক্লাবের সভাপতি এ, বি, এম আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, তাহসিন ট্রেডার্সের সত্বাধিকারী আব্দুল হামিদ।


 

আরও খবর

🔝