gramerkagoj
মঙ্গলবার ● ১৪ জানুয়ারি ২০২৫ ১ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ডে নাইট ফুটবলে চ্যাম্পিয়ন যশোর লাল
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৯:৪৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-11_6782938613154.jpg

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে শনিবার শেষ হয়েছে সেভেন এ সাইড ডে নাইট ফুটবল টুর্নামেন্টের। আর এই শেষ দিনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে ঘরের দল সোনালী অতীত ক্লাব (লাল)। ট্রাইব্রেকারে তারা পরাজিত করেছেন খুলনার বয়রা সোনালী অতীত ক্লাবকে।
খেলার নির্ধারিত সময় ছিল আক্রমন ও পাল্টা আক্রমন। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোন দলই। যদিও ম্যাচের শেষের দিকে সহজ গোলের সুযোগ পেয়েছিল যশোরের দলটি। খোকা বাবু গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন। নির্ধারিত সময় গোলশূণ্য সমতায় শেষ হলে খেলাটি গড়ায় টাইব্রেকারে। এতে ২-১ গোলে জয় পায় যশোর সোনালী অতীত ক্লাব (লাল)।
বাইলজের নিয়মানুযায়ী ট্রাইব্রেকারে তিনটি করে শুট নেয়। যশোরের পক্ষে ছোট জামাল ও খোকা বাবু গোল করেন। হালিম রেজা গোল করতে পারেননি। খুলনা বয়রা সোনালী অতীত ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন হেমায়েত। গোল করতে ব্যর্থ হয়েছেন সাইফুল্লাহ ও আশরাফ।
ফাইনালে দ্বৈতভাবে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন যশোর সোনালী অতীত ক্লাব (লাল) এর গোলরক্ষক মিতুল ও ছোট জামাল।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার জুয়েল ইমরান। যশোর সোনালী অতীত ক্লাবের সভাপতি এ, বি, এম আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, তাহসিন ট্রেডার্সের সত্বাধিকারী আব্দুল হামিদ।


 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝