gramerkagoj
বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নারী ফুটবলাররা ক্যাম্পে ফিরবেন বুধবার
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৬:১৮:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-01-11_678262e52fecc.JPG

নভেম্বরের তৃতীয় সপ্তাহে জাতীয় দলের নারী ফুটবলাররা ছুটিতে গিয়েছিলে। কবে ক্যাম্পে ফিরতে হবে, ছুটির সময় তা জানানো হয়নি। বাফুফে সদস্য ও নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, জানুয়ারির মাঝামাঝিতে সিনিয়র মেয়েদের ক্যাম্পে ডাকা হবে। এরই মধ্যে সাবিনাদের ক্যাম্পে যোগদান করতে বলা হয়েছে। ১৫ জানুয়ারি জাতীয় দলের যে খেলোয়াড়রা ছুটিতে ছিলেন তারা ক্যাম্পে যোগ দেবেন। ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাফুফে। প্রথমে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সৌদি খেলতে রাজি হয়েও পরে না করে দিয়েছে। বাফুফে বিকল্প হিসেবে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকে ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের কেউই সবুজ সংকেত দেয়নি।
মাহফুজা আক্তার কিরণ বলেন, আমরা ফেব্রুয়ারিতে ম্যাচ খেলতে চেয়েছিলাম। এখনো কোনো দল পাওয়া যায়নি। তাই মার্চের উইন্ডোকে সামনে রেখেই মেয়েরা প্রস্তুতি নেবে। ১৫ জানুয়ারি ক্যাম্পে ফিরে সাবিনার নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন করবে। ২৩ জুন থেকে ৫ জুলাই এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে।
আপাতত স্থানীয় কোচদের অধীনেই মেয়েদের অনুশীলন চলবে। ইংলিশ কোচ পিটার বাটলার যোগ দেবেন ফেব্রুয়ারিতে। পিটারের অধীনেই সাবিনারা গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।
টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের নারী কমিটির চেয়ারপারসন কিরণ বলেছিলেন, তারা দক্ষিণ এশিয়ার বাইরের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চান। সেই লক্ষ্যে সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ কয়েকটি দলের সঙ্গে বাফুফের চিঠি চালাচালি করছিল।
২০২৫ সালে এশিয়ান বাছাই ছাড়া সাবিনাদের মাঠে নামার জন্য প্রীতি ম্যাচের ওপরই নির্ভর করতে হবে।
২০২৫ সালে নারীদের ফিফা উইন্ডো আছে ফেব্রুয়ারি, মার্চ-এপ্রিল, মে-জুন, অক্টোবর ও নভেম্বর-ডিসেম্বরে। বাফুফে চাইলে ১০ থেকে ১২টি ম্যাচ খেলার সুযোগ পাবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝