শিরোনাম |
চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য দল জমা দেওয়ার সময় রয়েছে আর একদিন মাত্র। আগামীকাল রোববারের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিম ইকবাল গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বোর্ড। সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিসিবির একজন নির্বাচক জানিয়েছেন, সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে। বোর্ড কি বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী সবকিছু হবে ।
এদিকে দল ঘোষণা নিয়ে শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সভা। বিসিবির একটি সূত্র জানিয়েছে ফারুক-লিপুর সভায় দল নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
বিসিবির সেই নির্বাচক নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়নস ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত।