gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৫:৪১:০০ পিএম
নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
GK_2025-01-11_6782557a0190e.jpg

ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইট ধ্বংস করেছে। এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে এক ব্যক্তিতে ৩ লাখ টাকা জরিমানা ও অনাদেয় ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন কেটিসি ব্রিকস নামের ইট পাঁজায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, কেটিসি ব্রিকস নামের একটি ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের জেল দেওয়া হয়। পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
ইউএনও মো.নজরুল ইসলাম বলেন, লাইসেন্স বা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোনো সুযোগ নেই। লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝