gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সবাইকে নিয়ে নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে চাই
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৫:৩২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2025-01-11_678245786580c.jpg

বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাইকে নিয়ে একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে চাই। সবসময় লক্ষ্য রাখতে হবে- হঠকারিতা করে, ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনা যেন বিনষ্ট না হয়।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভাল নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে। আমরা সেটার বিরুদ্ধে একসঙ্গে লড়তে চাই। সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই। সবাই এক সঙ্গে হয়েই যদি সেই দানবকে, ফ্যাসিস্টকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারব না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে?
শনিবার (১১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ১ম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কী? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নি:সংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।
জাতি এক ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। এখন যেটা প্রয়োজন, সকল উসকানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই।
বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি। আবারও বলছি, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন, তারা এটা বোঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগেই নির্বাচন চাই বা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা তেমন না। আমরা যেটা বলছি, নির্বাচন কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে, নির্বাচনটা হলেই আমাদের শক্তি আরও বাড়বে। সরকার থাকবে, সংসদ থাকবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই। সবাই মিলে রাজনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে চাই। যারা অন্যান্য দলে আছে তারা অবশ্যই এটা ভাববেন, চিন্তা করবেন। তারা তাদের যে মতামত সেটা দিবেন।
বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছেন ও দিয়ে যাবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলছি না, অন্তর্বর্তী সরকার বলছি। তাদেরকে আমরা সমর্থন দিয়েছি। সমর্থন দিয়ে যাচ্ছি৷
২০২০ সালের ২ মে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন করছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির আহ্বায়ক মেজর (অব.) অধ্যাপক আব্দুল ওয়াহাব মিয়া। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এলডিপি মহাসচিব রেদওয়ান আহম্মেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের আশরাফুল আকন্দ, শহীদ আবু সাঈদের পরিবার ও সাংবাদিক এম এ আজিজ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
এসময় প্রথমেই পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝