gramerkagoj
শুক্রবার ● ১৭ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কালীগঞ্জে আলোর শিখা সামাজিক সংগঠনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৪:২৮:০০ পিএম
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
GK_2025-01-11_6782444994766.jpg

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত নারী পুরুষ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে 'আলোর শিখা' সামাজিক সংগঠন।
শনিবার (১১ জানুয়ারী) দুপুরের দিকে আলোর শিখা সামাজিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অফিস উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট বাজারে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কর্মীরা।
আলহাজ্ব আব্দুল রহমানের সভাপতিত্বে আলোর শিখা সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে ৬০টি কম্বল অসহায় পথশিশু এবং দুঃস্থদের মাঝে বিতরণ করেন। এমন উদ্যোগে ইউনিটের প্রতিটি সদস্যের পাশাপাশি এলাকার সাধারণ মানুষরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আলোর শিখা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা ও উদ্যোক্তা মোঃ শহির উদ্দিন, সংগঠনের সভাপতি ডাঃ জাকিরুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক আলিমুল হক, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্য সদস্য বৃন্দ।
উল্লেখ্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'আলোর শিখা' (অলাভজনক ও অরাজনৈতিক) গত (১লা আগষ্ট) ২০২৪ ইং প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে। তাছাড়া এলাকার অসহায় দুস্থ মানুষের সেবার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি, অসহায় মানুষের সহযোগিতায় সর্বদা নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠণ। সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, বাল্য বিবাহের বিরুদ্ধে সোচ্চার, অসহায় ও দুখি মানুষের পাশে দাঁড়ানো, সহ নানা সামাজিক কাজে নিযুক্ত থেকে কাজ করে চলেছে। এছাড়াও ব্লাড গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে তারা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝