gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড যুদ্ধবিধ্বস্ত গাজা ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনার মূল হোতা গ্রেপ্তার পুলিশের গাড়িতে হামলা, তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষিপ্ত জনতা থানা ঘেরাও যশোরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে দেয়া হবে সংবর্ধনা উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প আসিফ-নাহিদরা পদত্যাগ করলে যা হতে পারে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সারদায় প্রশিক্ষণরত কনস্টেবলদের স্থগিত সমাপনী কুচকাওয়াজ রোববার
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৩:২১:০০ পিএম
সামিউল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
GK_2025-01-11_6782308b881bc.jpg

বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত কনস্টেবলদের আগামী রোববার (১২ জানুয়ারি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। রাজশাহীর চারঘাটের সারদায় অবস্থিত পুলিশ অ্যাকাডেমিতে এদিন ১৬৭তম বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য ৩৩৪ জনকে পাসিং আউট দেওয়া হবে।
এর আগে গত ১৯ ডিসেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তাদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল।
সারদা পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুন থেকে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে ৩৪২ জন কনস্টেবল সারদায় প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। গত ১৯ ডিসেম্বর তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। এরই মধ্যে গত ৩ জানুয়ারি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আটজনকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, আগামী রোববার সকাল ৯টায় সমাপনী কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু হবে। সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সমাপনী অনুষ্ঠান শেষ হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন অ্যাকাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো: মাসুদুর রহমান ভূঞা। এ ছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পদক বিতরণ করবেন।
এ বিষয়ে অ্যাকাডেমির পুলিশ সুপার বেসিক (ট্রেনিং-২) মো: তানভীর সালেহীন ইমন বলেন, অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ৩৩৪ জন কনস্টেবলের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝