gramerkagoj
বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-পুরুষসহ ৫৮ রোহিঙ্গা আটক
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ০৩:০০:০০ পিএম
বান্দরবান প্রতিনিধি:
GK_2025-01-11_6782303a9fcdb.jpg

বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-পুরুষসহ ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে প্রবেশকালে তারা আটক হন।
শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় বিজিবির আলিকদম ব্যাটালিয়ন তাদের আটক করে। তাদের মধ্যে নারী-পুরুষসহ সব বয়সি মানুষ রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান বিজিবির সদস্যরা। পরে অবৈধ অনুপ্রবেশের সময় ৫৮ রোহিঙ্গাকে আটক করেন তারা।
শনিবার ভোর ৪টার দিকে একটি ট্রাক, প্রাইভেট কার ও কয়েকটি মটর সাইকেলে করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদেরকে সহযোগিতার জন্য পাঁচজনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আলিকদম থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
আলিকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আটক করার খবর পেয়েছি। তবে থানায় এখনও মামলা দায়ের হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝