gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ইটভাটায় কাজ করতে যাওয়া ৭ রোহিঙ্গা নাগরিক আটক
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:৩৩:০০ এএম
ফেনী সংবাদদাতা:
GK_2025-01-11_6782028f8e0d8.jpg

চলন্ত বাসে রোহিঙ্গাদের সঙ্গে কয়েকজন যুবকের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ৭ রোহিঙ্গা নাগরিককে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।
কক্সবাজার থেকে চট্টগ্রামের করেরহাটের একটি ইটভাটায় কাজ করতে যাচ্ছিল ৭ রোহিঙ্গা নাগরিক। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে ফেনীর কয়েকজন যুবক তাদেরকে আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকার একটি ইটভাটায় যেতে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন ৭ রোহিঙ্গা শরণার্থী। পথে তাদের কথাবার্তায় ওই গাড়িতে থাকা যুবকদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথাবার্তার এক পর্যায়ে চলন্ত বাসে রোহিঙ্গাদের সঙ্গে যুবকদের বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে যাত্রীদের অনুরোধে পরিবহনের চালক ওই রোহিঙ্গাদের মিরসরাইয়ের বারইয়ার হাট এলাকায় না নামিয়ে ফেনীর মহিপালের সেনাবাহিনীর ক্যাম্পের সামনে নিয়ে আসেন। পরে সেনা সদস্যদের হাতে ওই ৭ রোহিঙ্গাকে সোপর্দ করেন যুবকরা।
আটক রোহিঙ্গারা হলেন- ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) ও মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গা শরণার্থীরা মিরসরাই উপজেলার করের হাট ইটভাটায় কাজ করার জন্য যাচ্ছিলেন। তাদেরকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝