gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, সেটা হেনস্তার অভিজ্ঞতা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মুসল্লিদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড যুদ্ধবিধ্বস্ত গাজা ইস্যুতে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুরআন পোড়ানোর ঘটনার মূল হোতা গ্রেপ্তার পুলিশের গাড়িতে হামলা, তামান্নাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষিপ্ত জনতা থানা ঘেরাও যশোরে জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টিমকে দেয়া হবে সংবর্ধনা উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা ‘দখল’ করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প আসিফ-নাহিদরা পদত্যাগ করলে যা হতে পারে
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের হাতাহাতি, আহত ৩
প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:২৫:০০ এএম
কাগজ ডেস্ক:
GK_2025-01-11_6781fc042a9ce.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন।
তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরের সাতটি থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। যাতে পদ না পাওয়া নিয়ে ক্ষুব্ধ হন অনেকে। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে ঝামেলা চলছিল। পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি। যারা পদ পাননি তারা শুক্রবার সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাগবিতণ্ডা শুরু করেন। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর) জাহিদ আহসান বলেন, কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা-কাটাকাটি হয়েছে, তবে হাতাহাতি বা হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝