gramerkagoj
বুধবার ● ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম গর‌মে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোড‌শে‌ডিং হ‌তে পা‌রে: জ্বালা‌নি উপ‌দেষ্টা কেশবপুরে আ’লীগের লিফলেট বিতরণকালে আটক ২ নড়াইল থেকে নিখোঁজ বৃষ্টির মরদেহ মিলল বাগেরহাটের পুকুরে ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু শিক্ষা নেয় না চট্টগ্রামে ২ লাখ ৫৭ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ দীর্ঘদিনের লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি গণঅভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সহযোগীতার জন্য আলাদা অধিদপ্তর করা হচ্ছে, উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রাম নগরীতে শ্রমিকদের সড়ক অবরোধ, বন্দরের কার্যক্রম ব্যাহত অনশন থেকে উঠে পুলিশের গাড়ি ভাঙচুর, বহিষ্কৃত প্রভাষককে গ্রেপ্তার সীতাকুণ্ডে ডিসি পার্কে হামলা: ভাঙচুর, আহত ২০
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
দহগ্রামে শুন্যরেখায় বেড়া দিচ্ছে বিএসএফ

❒ সীমান্তে চরম উত্তেজনা

প্রকাশ : শনিবার, ১১ জানুয়ারি , ২০২৫, ১১:১৭:০০ এএম
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি:
GK_2025-01-11_6781fbe1b4982.jpg

বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কোন কিছু না জানিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করা হয়।
বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বেড়া স্থাপন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। প্রায় ৩০/৩৫ জন নির্মাণ শ্রমিক দিয়ে লোহার অ্যাঙ্গেলে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উচু কাঁটাতারের বেড়া স্থাপন করে।
শূন্যরেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েকশত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকে।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আতংকিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে এ নিয়ে টান টান অবস্থার সৃষ্টি হয়েছিল। সীমান্তে নজরদারী বাড়ানোর পাশাপাশি ঊর্দধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝